ইভিএম নিউজ ব্যুরো, ২৬ জুনঃ ( Latest News) নিয়োগ দুর্নীতির ফাইল গায়েব ! হঠাৎই গায়েব গুরুত্বপূর্ণ ফাইল প্রাণভোমরা কি সরিয়ে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়ের শুভানুধ্যায়ীরা? আর এই জন্যই কি প্রাক্তন শিক্ষামন্ত্রী এত কনফিডেন্ট যে তিনি কোন দোষ করেননি? কি সেই প্রাণভোমরা? রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত বিশেষ একটি ফাইল যা দুর্নীতি প্রমাণ করে দিতে পারে, সেই ফাইল এখন উধাও।

২০২২ এর জুনের আগেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। পর্ষদকে তারা নোটিস দেয়, নিয়োগ সংক্রান্ত সমস্ত ফাইল তাদের হাতে তুলে দিতে হবে । তবে পর্ষদ সব ফাইল দিলেও ওই বিশেষ গুরুত্বপূর্ণ ফাইলটি দিতে দেয়নি ।

সিবিআই শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের জেরা করে জানতে পেরেছিল এই গোপন ফাইল এর কথা। যে ফাইলেই রয়েছে গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত সমস্ত বেনিয়মের চাবিকাঠি। তবে প্রথম দফার নোটিসের পরেই বিকাশ ভবন থেকে জানানো হয় যে ওই ফাইলটি খুজে পাওয়া যাচ্ছে না। এই মর্মে বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায় পর্ষদ। করা হয় জেনারেল ডাইরিও। ওই ফাইল এর মধ্যেই যে লুকিয়ে আছে হাজার হাজার যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ভাগ্য। কিন্তু হঠাৎ তা উধাও হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ভুতুড়ে রহস্য। প্রশ্ন উঠছে, তবে কি সর্সের মধ্যেই লুকিয়ে ভুত? ( EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর