ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: নিম্নচাপের জেরে উঃ বঙ্গে লাল সতর্কতা
আজ উঃ বঙ্গের পাশাপাশি দঃ বঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুত সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দঃ বঙ্গের কিছু জেলা যেমন উঃ ২৪ পরগণা, দঃ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উঃ বঙ্গের জেলায় আজ মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিক্ষিপ্ত এলাকায় মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের ফলে উত্তরের এই তিন জেলায় লাল সতর্কতা জারী করা হয়েছে। উঃ বঙ্গের অন্যান্য জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদহ জেলাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার ফলে কমলা সতর্কতা জারী করা হয়েছে। ইভিএম নিউজ