ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: নিকাশি কাজ নিয়ে শুরু তৃণমূল-কংগ্রেস তরজা রাজনীতির রং
যেমন কথা তেমন কাজ। দিল্লি থেকে বাড়ি ফিরতেই নিজের ব্যক্তিগত অর্থে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-কংগ্রেস তরজা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি পূর্ব ও পশ্চিম পাড়া। জল-যন্ত্রণায় ভুগত প্রায় শতাধিক পরিবার। স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।
পুজোর আগে হেঁশেলে অক্সিজেন | কমলো গ্যাসের দাম
তবে জমি সমস্যার কারণে আটকে ছিল সেই কাজ। সমস্যা মিটতেই পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও তার স্বামী মনিরুল ইসলাম ব্যক্তিগত ২ লক্ষ টাকা অর্থ দিয়ে ২৬০ ফিট ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন। এতে খুশি এলাকার মানুষজন।
ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-কংগ্রেস তরজা। কংগ্রেস নেতা জিয়াউর চৌধুরী বলেন, “প্রায় ১৫ দিন আগে মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুনের স্বামী খলিলুর রহমান পাম্প মেশিন লাগিয়ে জল বার করার ব্যবস্থা করে দিয়েছিলেন। পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণ করার কথাও বলেছিলেন। কিন্তু নিজের নাম কামানোর জন্য তড়িঘড়ি এই ড্রেনের ব্যবস্থা করছেন তৃণমূল।”
অপরদিকে তৃণমূল নেতা মনিরুল ইসলাম এলাকার কংগ্রেস নেতা জিয়াউর রহমানকে তীব্র কটাক্ষ করে বলেন, “আমরা পুরুষানুক্রমে এই এলাকার বাসিন্দা। কিন্তু এই জিয়াউর রহমান চৌধুরী এলাকার ফুটপাতের মস্তান। এরা এলাকার কোনও উন্নয়নে সামিল হবেনা, কিন্তু কোনও উন্নয়নমূলক কাজ হলে তার সমালোচনা করে থাকেন।”
২০১৭ সালের বন্যা ত্রাণের লক্ষ লক্ষ টাকা কংগ্রেস নেতা জিয়াউর রহমান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকার মানুষের। ইভিএম নিউজ