নয়া

লাবনী চৌধুরী, ৫ জানুয়ারি: নয়া শেয়ার সাড়া ফেলল বাজারে

বাজারে এলো Kay Cee Energy & Infra Limited-এর শেয়ার। রীতিমতো সাড়া জাগিয়ে বাজারে এলো Kay Cee Energy & Infra IPO. তবে, প্রতিটি শেয়ারের মূল্য ধার্য হয়েছে ২৫২ টাকা। এই শেয়ারের যেখেনে প্রারম্ভিক দাম ছিল ৫৪ টাকা। কার্যত তা ৩৬৬.৬৭ শতাংশ বেড়ে শেয়ার লগ্নিকারীদের কাছে ২৫২ টাকা দড়ে পৌঁছেছে। এই শেয়ার কিনতে ইতিমধ্যেই রীতিমতো সাড়া পড়ে গেছে।  চতুর্থদিনে যার বিনিয়োগ মূল্য ১০৫২.৪৫ গুন বেড়েছে। ফলে শুক্রবার শেয়ার বাজারের শুরুতেই কার্যত আবির্ভাবেই তাদের শেয়ারে বিনিয়োগকারীদের নজর কাড়তে বাধ্য করেছে  Energy & Infra Limited। ওই শেয়ার বাজারে ছাড়া হয়েছিল ২০২৩ সালের ২৮ ডিসেম্বর। ওই শেয়ার কেনেবেচা বন্ধ হয়েছে গত মঙ্গলবার, নয়া বছরেরে ২ জানুয়ারি। বিনিয়োগকারীরা  সর্বোচ্চ ২০০০ টি শেয়ার অথবা তার গুণিতকে কিনতে পাড়বে। সমস্যাটি ১৯ লক্ষ ৬০ হাজার শেয়ার বিক্রি করছে। যেখানে অফার- সহ মোট ২,০৬,২৮,০৮,০০০ টি শেয়ার বিক্রির জন্য ইতিমধ্যেই লগ্নিকারীদের থেকে আগাম আগ্রহ পেয়েছে। তৃতীয়দিনে ওই শেয়ার মূল্য বেড়েছে ৪১৬.০১ গুন। 
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে থাকছে কোন কোন খেলা?

সংস্থা মোট ১৫,৯৩ কোটি টাকার নয়া শেয়ার বাজারে ছেড়েছে। সংস্থা তাদের দৈনন্দিন কাজের জন্য টাকা তোলা এবং সাধারণ কর্পোরেট কাজের উদ্দেশ্যে শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা তোলার পথ নিয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর