নবদ্বীপে

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: নবদ্বীপে গবেষণা কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল  

নদীয়ার নবদ্বীপে মহাপ্রভু শ্রী চৈতন্য সংস্কৃত সংস্কৃতি গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এখানে আসেন। তার কনভয় ১১ নভেম্বর কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গায় মহাপ্রভুর শ্রী চৈতন্য সংস্কৃত সংস্কৃতি গবেষণা কেন্দ্রে এসে পৌঁছায়। তিনি প্রায় দু’ঘন্টা ওখানে ছিলেন। সমস্ত দিক পরিদর্শন করেছেন তিনি।

ভক্তদের সাহাজ্যে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ

এর পাশাপাশি তিনি ওখানকার ভাইস চ্যান্সেলর রাজকুমার কোঠারি সহ অন্যান্য অধ্যক্ষদের সাথে নিয়ে মহাপ্রভু শ্রীচৈতন্য সংস্কৃত সংস্কৃতি কেন্দ্রটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘ আলোচনা করেন। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী এই কেন্দ্রকে ছড়িয়ে দেওয়ার জন্য তার নিজের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজ্যপাল।

এদিন সন্ধ্যায় মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এখানে গবেষণারত ছাত্রছাত্রীদের উদ্যোগে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন নবদ্বীপ একটি অন্যতম প্রাচীন জনপদ ও শ্রীচৈতন্যের পীঠস্থান। তিনি আরো বলেন এখানে সংস্কৃত গবেষণা কেন্দ্র তৈরি হওয়ায় বর্তমান প্রজন্মকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর