ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
সাতসকালে পুনর্ভবা ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক বয়স্ক মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
মৃত ওই মহিলার নাম ইতি শীল। তার বয়স ৬০ বছর। তিনি গঙ্গারামপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়ে পুনর্ভবা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
স্থানীয় লোকজনেরা বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলাকে জোর করে টোটো করে বাড়ি পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরেই আবার সকলের নজর এড়িয়ে পুনর্ভবা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই মহিলা। যে ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মহিলার ভাই জানায়, ৪০ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল তার দিদি। ঘটনায় এলাকাসহ ওই পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। ইভিএম নিউজ