নদীঘাট

ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: নদীঘাট পরিদর্শনে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য 

নদীঘাট পরিদর্শন করলেন ধুপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য অরুপ দে। দুর্গাপুজো পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি বিসর্জন ঘাট। সামনে ছট পুজো আসতে আর বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন। তার মধ্যেই সেই সঙ্গে বৃহস্পতিবার থেকে প্রশাসন নির্দেশ দিয়েছে কালীপুজোর বিসর্জনের। নদীঘাট অপরিষ্কার থাকায় উদ্যোক্তারা পরেছেন সমস্যায়। এই অভিযোগ পেয়েই তড়িঘড়ি নদীঘাট পরিদর্শন করলেন ধুপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য অরুপ দে।

প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘রাজভূমি’

ধুপগুড়ি পুর কর্তৃপক্ষের পরিচর্যার অভাবে ঘাট গুলিতে পরে রয়েছে প্রতিমার কাঠামো। ধুপগুড়ির ভাওয়াল পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বিসর্জন ঘাটের অবস্থাও ঠিক এইরকমই। বৃহস্পতিবার থেকে কালীপুজোর প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে ধুপগুড়ি পুলিশ তাই বিসর্জনের আগে পরিষ্কারের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধুপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য অরুপ দে ঘাট পরিদর্শন করতে গিয়ে দেখেন ঘাটে বেশ কয়েকটি প্রতিমার কাঠামো পরে আছে। তাই ওইদিন তিনি নিজে দাড়িয়ে থেকে পরিষ্কারের উদ্যোগ নেন।

 

তিনি জানান, শুক্রবার থেকে কালী ঠাকুরের বিসর্জন হবে এই খবর আমরা পেয়েছিলাম। কিন্তু হটাত জানতে পারলাম বৃহস্পতিবার থেকেই বিসর্জনের নির্দেশ দিয়েছে প্রশাসন। তার মধ্যে তো ভাওয়াল পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বিসর্জন ঘাটের অবস্থা খুব খারাপ। যাদের উপর এই ঘাট পরিষ্কারের দায়িত্ব ছিল তারা দায়িত্ব নিয়ে সেই কাজ করেনি। নদীর মধ্যে এখনো অনেক কাঠামো পরে আছে। এই খবর আসে আমাদের কাছে। তাই অভিযোগ পেয়েই আমি ছুটে এসেছি। নদী থেকে কাঠামো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে যেইসব ঘাটে ছট পুজো হবে সেইসব ঘাটও আমি ঘুরে দেখেছি ও ঘাট তৈরির কাজ শুরু করা হয়েছে। ইভিএম নিউজ   

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর