ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: নতুন শখে ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
সামনেই পুজো স্বাভাবিকভাবেই আগামী দিনে ব্যস্ততার মাত্রা আরও বাড়বে। তা সত্বেও নিজের সময় বার করে সমাজমাধ্যমে তাঁর নতুন ‘পছন্দ’-র কথা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সলমনের নায়িকার নামে গ্রেফতারি পরোয়ানা
শুটিং ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মব্যস্ততায় অভিনেত্রীর প্রতিদিন কাটে। দিনের মধ্যে অনেকটা সময় গাড়িতেই কাটে। তবে অভিনেত্রী ঋতুপর্ণা এ বার চালকের আসনে। তিনি জানিয়েছেন, তিনি নিজেই এখন গাড়ি চালাচ্ছেন। বুধবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে গাড়ির চালকের আসনে স্বয়ং অভিনেত্রী ঋতুপর্ণা। জানলা দিয়ে তাঁর হাসি মাখা মুখ ক্যামেরায়বন্দী। অভিনেত্রী লিখেছেন, “আমার নতুন খুঁজে পাওয়া ভালবাসা। শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি’”। ওই পোস্টেই তিনি আরও জানিয়েছেন যে, তাঁর আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবার সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন।
সম্প্রতি, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাবাড়ু’ ছবির শুটিং সম্পন্ন করেছেন ঋতুপর্ণা। ইভিএম নিউজ