ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: দেশের প্রথম বুলেট ট্রেন | নাম 'হুশ'দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন, নাম 'হুশ'(Whoosh)। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিমি। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া। নেটের রকেট গতি! লঞ্চ করছে স্যাটেলাইট ইন্টারনেট বুলেট ট্রেন 'হুশ'-এর গতিবেগ ঘণ্টায় ২১৭ মাইল। ট্রেনটি ইন্দোনেশিয়ারৎরাজধানী জাকার্তা থেকে বান্দুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, এর দূরত্ব ১৪০ কিলোমিটার। জানা যায়, আগে এই দূরত্ব যেতে সময় লাগত কমবেশি ৩ ঘণ্টা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'বুলেট ট্রেনটি দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলস্টোন। এই দেশের গণপরিবহণের আধুনিকীকরণের প্রতীক 'হুশ'। প্রথম বুলেট ট্রেন 'হুশ' ৬০১ জন যাত্রী পরিবহণের ক্ষমতা রয়েছে।
প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, "ট্রেন এলে যে শব্দ হয়, সেটা অনেকটাই 'হুশ' শব্দের মতো শুনলে লাগে। তাই বুলেট ট্রেনটির জন্য এই নামই বেঁছে নেওয়া হয়েছে।" ইভিএম নিউজ

 
				
 দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন, নাম 'হুশ'(Whoosh)। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিমি। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন, নাম 'হুশ'(Whoosh)। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিমি। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া।
 ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'বুলেট ট্রেনটি দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলস্টোন। এই দেশের গণপরিবহণের আধুনিকীকরণের প্রতীক 'হুশ'। প্রথম বুলেট ট্রেন 'হুশ' ৬০১ জন যাত্রী পরিবহণের ক্ষমতা রয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'বুলেট ট্রেনটি দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলস্টোন। এই দেশের গণপরিবহণের আধুনিকীকরণের প্রতীক 'হুশ'। প্রথম বুলেট ট্রেন 'হুশ' ৬০১ জন যাত্রী পরিবহণের ক্ষমতা রয়েছে।
 প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, "ট্রেন এলে যে শব্দ হয়, সেটা অনেকটাই 'হুশ' শব্দের মতো শুনলে লাগে। তাই বুলেট ট্রেনটির জন্য এই নামই বেঁছে নেওয়া হয়েছে।" ইভিএম নিউজ
প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, "ট্রেন এলে যে শব্দ হয়, সেটা অনেকটাই 'হুশ' শব্দের মতো শুনলে লাগে। তাই বুলেট ট্রেনটির জন্য এই নামই বেঁছে নেওয়া হয়েছে।" ইভিএম নিউজ 
								 
								 
								 
								















