ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হল জনপ্রিয় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইতিমধ্যেই ইডির হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম।সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেনের বেশ কিছু নথি উদ্ধার করতে সক্ষম হয়েছে ইডি আধিকারিকরা।আর সেই নথির সূত্র ধরেই এবার ইডি দফতরে ডেকে পাঠানো হল টলিউডের তারকা অভিনেতা বনি সেনগুপ্তকে।
বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হতে দেখা গেলো অভিনেতা বনিকে। এদিন অভিনেতাকে তাঁর আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছিলো ইডি আধিকারিকদের পক্ষ থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার উদ্দেশ্যে তা টলিউডে বিনিয়োগ করা হয়েছে,এই তথ্য পূর্বেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছিল। তবে এর আগে নির্দিষ্ট ভাবে টলিপাড়ার কোনও অভিনেতাকে তলব করেননি ইডি আধিকারিকরা।
সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, পায়েল সরকার, তনুশ্রীর মতো একগুচ্ছ টলি তারকার। সেই হিড়িকে সামিল হয়েছিলেন বনিও।সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছিল বনিকে।কিন্তু ২১ এর নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল না করায় ২০২২-এ বিজেপি ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই টলিউড অভিনেতা।যদিও দল ছাড়ার কারণ হিসেবে টুইটে তাঁর ব্যাখ্যা ছিল, ‘‘আজ থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। দলের পক্ষ থেকে যে কথা দেওয়া হয়েছিল, সেগুলি পূরণ করা হয়নি। এছাড়া, পশ্চিমবঙ্গ এবং বাংলা সিনেমার উন্নয়নের জন্য যা যা বলা হয়েছিল, সেগুলি কোনওটাই করা হয়নি”।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয় তবে গরু পাচার মামলায় অতীতে ইডি-র অফিসে হাজিরা দিতে দেখা গিয়েছিলো সুপারস্টার দেবকে। এই মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে। ইডির দফতরে ডেকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাঁকে। আর এবার কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে রয়েছেন বনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা সত্যি তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা ঢুকলেও তা কোন কাজে ব্যবহৃত হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই তথ্যই অনুসন্ধানের চেষ্টা করছেন ইডির তদন্তকারী দল।