ব্যুরো নিউজ : দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্যে। অভিযুক্তরা এখনও পলাতক হলেও, পুলিশ ইতোমধ্যেই নির্যাতিতার এক ঘনিষ্ঠ বন্ধুকে আটক করে জেরা শুরু করেছে।

রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন

সূত্রের খবর, নির্যাতিতা তরুণী ওড়িশার বাসিন্দা। তিনি দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। শুক্রবার রাতে এক পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই ঘটে এই নৃশংস ঘটনা। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে তাঁর বন্ধুই হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।

Kolkata Metro Rail : মেট্রো রেলের পরিকাঠামোয় কিডনি চিকিৎসার বিপ্লব, টালিগঞ্জে চালু হলো সহজলভ্য উন্নত স্বাস্থ্য পরিষেবা !

শনিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় বিভিন্ন মহলে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ঘটনাটি পরিকল্পিত ছিল এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।

বিষয়টি জানার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরও। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। রবিবার সকালের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Kolkata : ভারী বর্ষণে কলকাতা জল্মগ্ন ! ভেনিসের মতন হয়ে উঠল মহানগর !

এদিকে, শনিবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিজেপি ও সিপিএমের কর্মীরা বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

দুর্গাপুর কাঁপছে — মেডিকেল ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে ছাত্র মহল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর