ইভিএম নিউজ ব্যুরো, ৬ মার্চঃ (Latest News) ‘দুয়ারে সরকার’ ক্যাম্পই তুলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এমনকি ছিঁড়ে ফেলেন ক্যাম্পের জন্য তৈরি ব্যানার-পোস্টার সহ অন্যান্য সরকারি নথিপত্রও। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-১ ব্লকের অন্তর্গত ধলপল বাজারে। ঘটনাকে ঘিরে এলাকায় শাসক ও বিরোধী তরজা তুঙ্গে।
বুধবার দুয়ারে সরকার শিবিরের জন্য প্রশাসনের তরফে মাইকিংও করা হয়েছিল। সেই মতো নির্দিষ্ট সময়ে সরকারি আধিকারিকরাও এসে পৌঁছেছিলেন। কিন্তু সেই ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পই তুলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় লোকেদের বক্তব্য, ‘দুয়ারে সরকার’ শিবিরে আবেদন করেও কোনও কাজ হয়নি। আর তাই তাঁরা ‘দুয়ারে সরকার’ শিবির তুলে দিয়েছেন।
গ্রামবাসীদের আরও অভিযোগ, গ্রামের প্রত্যেকটা রাস্তার বেহাল অবস্থা। বারবার অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পত্রও জমা নিয়েছে প্রশাসন। কাজ না হওয়ায় পুনরায় জেরক্স করে অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে, তবুও কাজ হয়নি। এছাড়াও রয়েছে বিভিন্ন অভিযোগ। সিডিউলড কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেও তিন বছর ধরে ঘুরতে হচ্ছে। বারংবার কেবল জেরক্স জমা নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোন সার্টিফিকেট মেলেনি।
ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা এও জানিয়েছেন, যারা তৃণমূল দল করে, কেবল তারাই কাজ পায়। কিন্তু বাকিদের কোনও কাজ হয় না। কেবল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বোকা বানানো হচ্ছে। গ্রামবাসীদের প্রশ্ন, ‘দুয়ারে সরকার’-এ কাগজ জমা দিয়ে লাভটা কি, যদি কাজই না হয়?এই ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী রাজনৈতিক বাকবিতণ্ডা চরমে উঠেছে।
এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ ও তুফানগঞ্জ ১ নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। যদিও এদিনের এই বিক্ষোভ নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি। (EVM News)