কালনায়

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: ‘দুয়ারে কুমির’| আতঙ্কে এলাকাবাসী

 

কালনা ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় রাত ১ টা নাগাদ ১০ ফুটের একটি কুমির কে দেখতে পাওয়া যায়।  প্রত্যক্ষদর্শীরা কুমিরটিকে দেখামাত্রই কালনা থানায় খবর দেয়। কালনা থানা খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স  নিয়ে ওই এলাকায় হাজির হয়। কোন মানুষের ক্ষতি যাতে না হয় ও কোন মানুষ যাতে কুমিরটির ক্ষতি না করে সেইদিকে পুলিশের নজর ছিল।

ফের খাঁচাবন্দি লেপার্ড

এলাকাবাসী সদানন্দ পাল জানান, তাঁরা জানতেন না যে কুমির এসেছে। মাঝরাতে কুকুর চিৎকার করায় তাঁরা ঘরের বাইরে গিয়ে বিশাল এক কুমির দেখতে পায়। তিনি আরও জানান যে কুমিরটি এইদিক থেকে ওইদিক করে বেরাচ্ছে। বাইরে থেকে অনেক মানুষ কুমিরটিকে দেখতে ভিড় জমাচ্ছে। ইতিমধ্যে বনদফতরে খবর দেওয়া হয়েছে। বনদফতর কর্মীরা আসে কুমিরটিকে উদ্ধার করতে। তাঁরা জানান, জাল ছাড়া এত বড় কুমির ধরা সম্ভব নয়। তাই তাঁরা জাল আনতে গেছে বলে ওই বাসিন্দা জানান।

 

এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। এলাকাবাসীরা না ঘুমিয়ে সারারাত ধরে বাড়ির আশেপাশে ও এলাকাতে ঘোরাঘুরি করতে থাকে। পরিস্থিতি সামলাতে ফায়ার ব্রিগেড এসে হাজির হয়। বনদপ্তর আসে কুমিরটিকে উদ্ধার করতে l ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর