দিল্লিতে
ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: দিল্লিতে নয়া নিয়ম |ধর্মীয় স্থানের ১৫০ মিটারের মধ্যে থাকবে না মাংসের দোকান

এবার দিল্লিতেও লাগু হলো নয়া নিয়ম। মন্দির, গির্জা, গুরুদ্বার, মসজিদের মতো ধর্মীয় স্থানের সামনে থেকে মাংসের দোকানের দূরত্ব কমপক্ষে ১৫০ মিটার হতে হবে। প্রস্তাবিত এই নয়া আইনে অনুমতি দিল দিল্লি পুর নিগম। নতুন মাংসের দোকানের লাইসেন্স পেতে হলে অথবা পুরনো লাইসেন্স পুনর্নবীকরণে এই শর্ত মানতে হবে।
 

সম্প্রতি দিল্লি পুর নিগমের বিরোধীদের হট্টগোলের মধ্যে একাধিক নয়া প্রস্তাব পাস করা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ছিল মাংসের দোকান ও মন্দির, গুরুদ্বারার মতো সকল ধর্মীয় স্থানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব ঠিক করে দেওয়া হল।

রাম মন্দিরে রামলালার ৮ ফুটের সোনায় বাঁধানো মার্বেলের সিংহাসন 

প্রকাশ্যে মাংস কাটা নিয়ে সাম্প্রতিককালে একাধিক বিভেদ দেখা গেছে গোটা দেশে। এই ধরনের বিষয় নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি শিবির। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা নিয়ে সোচ্চার হয়েছেন হিন্দুত্ববাদীরাও। এবার এই সমস্ত বিষয় বিবেচনা করে নয়া আইন আনল দিল্লি পুর নিগম। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর