ইভিএম নিউজ ব্যুরো, ১৫ মেঃ বিনপুর এক নম্বর ব্লকের ভলুকা থেকে ধরমপুর পর্যন্ত বিজেপি দলের পক্ষ থেকে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার পদযাত্রার আয়োজন করা হয়।ওই পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো সহ দলের অন্যান্য নেতারা। পদযাত্রা শেষে লালগড়ের ধরমপুর এলাকায় এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ দলের নেতৃত্বরা, দিলীপ ঘোষ তার বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিস্তারিত ভাবে তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার হাল দেখে সারা দেশের মানুষ শিউরে উঠছেন। গোটা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যারা সবাই জেলে রয়েছে। ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সারা ভারতবর্ষের কোথাও হয়েছে বলে এখনো পর্যন্ত নজীর নেই । প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল।
তাই দুর্নীতি মুক্ত জনগণের পঞ্চায়েত গড়তে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তিনি ছুঁড়ে ফেলে দেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন, স্বচ্ছ ভারত সহ একাধিক প্রকল্পে টাকা দেওয়া সত্ত্বেও কোন কাজ হয়নি। কেবলমাত্র টাকা চুরি করা হয়েছে। তারই বিরুদ্ধে সবাইকে তিনি প্রতিবাদ করার আহ্বান জানান।(EVM News)তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ সেলিমের