দিনে

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: দিনে দুপুরে জাতীয় সড়কে ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি!

ফের দিনে দুপুরে জাতীয় সড়কের উপর এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি।

রাজনৈতিক দলগুলির তহবিলের উৎস জানার অধিকার নেই আমজনতার?

আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচুড় মন্দির সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়কের উপর এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।

সোমবার দিন সকালে চন্দ্রচুড় রঘুনাথবাটির বাসিন্দা টোল প্লাজা সংরক্ষণের ব্যাবসায়ী তথা এলাকার সমাজসেবী দীনেশ গরাইয়ের গাড়িকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে গুলিতে কেউ জখম হয়নি বলে খবর।

একটি গুলি লাগে ব্যাবসায়ীর গাড়িতে। ব্যবসায়ী দীনেশ গরাই জানান, তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখনই কয়েকজন দুষ্কৃতিরা মোটর সাইকেলে চেপে এসে তার গাড়িকে লক্ষ করে গুলি চালায়। তিন চার রাউন্ড গুলি চালায় তবে তার গাড়িতে একটি গুলি লাগে। তিনি কোনওরকমে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

তিনি আরো বলেন কারও সাথে তার শত্রুতা নেই। তবে কি কারণে তার উপরে গুলি চালানো হলো তার কাছেও ধুয়াশা রয়েছে।

তবে এলাকার স্থানীয় কাউন্সিলার অর্জুন মাজি জানান, জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে বলে যানান। কারণ জমি মাফিয়ারা অবৈধ ভাবে জমি দখল করতে চাইছে। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর