ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ (Latest News) আধুনিক নেপালি কবিতার পথিকৃৎ কিংবদন্তি কবি ভানু ভক্ত আচার্যর জন্মদিবস পালিত হলো বৃহস্পতিবার।
প্রতিবছরের মতোই এবারও গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর উদ্যোগে দার্জিলিং-এ এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। কবি ভানু ভক্তের ১০৯ তম জন্ম বার্ষিকীতে স্থানীয় গোর্খা রঙ্গমঞ্চে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের প্রধান অনিত থাপা দার্জিলিং ম্যালে নেপালি পরম্পরায় খাদা দিয়ে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে দার্জিলিংয়ের বিশিষ্ট ৫ ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হল।
সাহিত্য ,সমাজ সেবামূলক কাজ ,সাংবাদিকতা সহ ৫ টি ক্ষেত্রের ৫ বিশিষ্ট ব্যক্তি এবারের ভানুভক্ত পুরস্কার পেলেন।
মোহন লামা বরিষ্ঠ সাংবাদিক। সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে পুরস্কার প্রদান করা হলো এদিন। পুরস্কার মূল্য এক লক্ষ টাকা। এই অনুষ্ঠানে নেপালি সম্প্রদায়ের মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন।(EVM News)