দমদম
ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব


ED-র র‍্যাডারে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। নিতাই দত্তকে তল্লাশির পর এবার তলব করল ED।
ফেসবুক পোস্টে ‘ক্ষোভ’ প্রকাশ তৃণমূল সাংসদ শান্তনুর
২০১৪-২০১৮ সালের মধ্যে চাকরি বিক্রির অভিযোগ ওঠে দক্ষিণ দমদম পুরসভায় বিরুদ্ধে। সে সময়ে ওই পুরসভায় উপ-পুরপ্রধান ছিলেন না তিনি। তবুও ইডি-র নজরে রয়েছেন তিনি। নিতাই দত্ত তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। 
গত বৃহস্পতিবারই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সেখান থেকেই পুরসভার বেশ কিছু নথি হাতে আসে ইডি আধিকারিকদের। এরপরই তলব করা হয়েছে তাঁকে।

ওই দিনেই ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার এক্সিকিউটিভ আধিকারিক অলোক মৌলিকের বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিন ডেকে পাঠানো হয়েছিল পুর সেক্রেটারি প্রসূনকুমার সরকারকেও। তল্লাশি অভিযানের পরই নিতাই দত্তকে তলব করে ED। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর