ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: দক্ষিণেশ্বরে পবিত্র মুহূর্তে করা হলো মা ভবতারিণীর ঘটের জল পরিবর্তন
প্রতিবছরের মতো এই বছরও দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ঘটের জল পরিবর্তন করা হলো। লাল কাপড়ে মোড়া এই ঘট হোলো মঙ্গল ঘট ও পবিত্র ঘট। ঘটের জল বদলানোর দায়িত্বে ছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বংশধর রামলাল দাদার উত্তরসূরী।
ছট পুজো উপলক্ষে ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা
মাইক হাতে রাণী রাসমনির বংশধর কুশল চৌধুরী। তিনি বর্তমান উত্তরাধিকারী। তিনি জানান, এই বয়সে এই হিমেল রাতে গঙ্গায় ডুব দিয়ে ঈশ্বরী মায়ের কর্মপাট করা কি সহজ না সাধারণ কথা!! যাঁকে দিয়ে মা করান, কেবল তিনিই পারেন।
ঘাটে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ইভিএম নিউজ