ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: তেরোর গেরোয় দঃ আফ্রিকা

ইডেনে বৃহস্পতিবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল। প্রথম ব্যাট করে দঃ আফ্রিকা ২১৩ রানে টার্গেট দিয়েছিলো অস্ট্রেলিয়াকে। আর এই তেরোর গেরোতেই আটকে গেলো দঃ আফ্রিকা। অনায়াসে জয় পায়নি অস্ট্রেলিয়া।

দুর্ধর্ষ জয়ের মধ্যে দিয়ে ভারতের বিশ্বকাপ ফাইনালে যাত্রা

দঃ আফ্রিকা ২১২ রান করে যে টার্গেট দিয়েছিলো তা দেখে অনেক ক্রিকেট বোদ্ধাই ৪০ ওভারে অস্ট্রেলিয়া ওই রান তুলে দেবে বলে মনে করেছিলো। কিন্তু দঃ আফ্রিকা সহজে জিততে দেয়নি অস্ট্রেলিয়াকে। এই সামান্য রান করেও দাঁতে দাঁত চেপে লড়াই করেছে দঃ আফ্রিকা।

ম্যাচ টেনে নিয়ে গিয়েছিলো প্রায় ৪৮ ওভার পর্যন্ত। একসময় দর্শকরা আশা হারাচ্ছিলেন অস্ট্রেলিয়ার জয় নিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার হাতে যথেষ্ট উইকেট থাকায় ৪৭.২ ওভারে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় ওয়ার্নার অ্যান্ড কোম্পানি। ফলে ফাইনালে অপরাজেয় ভারতের বড় রানের মুখোমুখি হলে অস্ট্রেলিয়া কীভাবে তা উতরে যাবে তা নিয়ে সংশয় রয়েছে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনে। অপরদিকে অস্ট্রেলিয়ার এই কুড়িয়ে জেতা আরও একটু আশা জাগালো ভারতীয়দের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর