ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর ঠিক তার আগেই মালদহে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আলী ফরিজুল হক, বয়স ৪৭।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার দক্ষিণ আলীনগরের মধ্যটোলা এলাকায়।

যাদের বিরুদ্ধে আক্রান্ত তৃণমূল কর্মী অভিযোগ করেছেন, তারা হলেন জোট প্রার্থী মানোয়ারা বিবি, তার স্বামী ডালু শেখ ও তার দলবল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , দক্ষিণ আলীনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী শংকর চৌধুরীর হয়ে ভোট প্রচার করছিলেন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। বাড়ি ফেরার পথে জোট প্রার্থী, তার স্বামী এবং তাদের দলবল ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পায়ে আঘাত করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মীর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঐ আক্রান্ত তৃণমূল কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর