ইভিএম নিউজ ব্যুরো, ২১ মেঃ (Latest News) দেড় হাজারেরও বেশি তৃণমূল সমর্থক যোগ দিলেন আইএএএফ -এ
ছেলেমেয়েদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকারের ওপর চাপ তৈরি করুন। শুধুমাত্র কিছু ভাতা দান করে সমাজের উপকার করা যাবে না। সরকারী শিক্ষা কাঠামো, স্বাস্থ্য কাঠামো মজবুত করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকারী ব্যবস্হাকে দূর্বল করে দিয়ে বেসরকারীকরণের পথে হাঁটছে সরকার। আজ সকালে দক্ষিণ ২৪ পরগণার রাইদিঘির চোদ্দ রশি জোড়া বটতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সভায় একথা বলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি আরো বলেন, আগামী পঞ্চায়েত ভোটে জনগণের পঞ্চায়েত তৈরি করতে চাই আইএসএফ। যেভাবে ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে দলের প্রার্থীরা, সেইভাবে ভোটে জিতে এসে তারা বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে। দলের পক্ষ থেকেও এইসব জেতা প্রার্থীদের কাজের ওপর নজরদারী থাকবে। যদি কোথাও আমরা সামান্য দুর্নীতির খবর পাই, পত্রপাঠ তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে তিনি জানান। নওসাদ সিদ্দিকী বলেন, বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আদিবাসী, দলিত, সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত মানুষগুলির পাশেই আইএসএফ থাকবে। আজকের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা আবদুল মালেক মোল্লা, অ্যাডভোকেট সাহাদাত শাহ্, বাহাউদ্দিন, মেঘনাদ হালদার প্রমুখ।
বিকেলে পাথরপ্রতিমায় আরো একটি জনসভা হয়। এখানে আইএসএফ চেয়ারম্যান বলেন, ক্ষমতা দখল নয়, সমাজ পরিবর্তনের লড়াইয়ের জন্য রাস্তায় নেমেছি। মানুষের অধিকারের জন্য কথা বলছি বলেই আমাদের বিরুদ্ধে এত মিথ্যাচার, কুৎসা। হিন্দুদের দেবোত্তর সম্পত্তি বেদখল নিয়ে কথা বললে বলা হচ্ছে, আইএসএফ মুসলমানদের দল আর মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বেদখল নিয়ে কথা বললে বলা হচ্ছে আইএসএফ বিজেপির দালাল। তিনি বলেন, এতে আমরা চিন্তিত নয়, কেননা আমরা দেশে সংবিধান প্রদত্ত অধিকারের প্রশ্নে মানুষকে সবসময় সজাগ ও সচেতন করে যাব। আমি বিধানসভার অন্দরে দাবী তুলেছিলাম এই এলাকায় বিজ্ঞানসম্মতভাবে নদী বাঁধ নির্মাণ করতে হবে এবং তা রক্ষণাবেক্ষণ করতে হবে, কিন্তু তা মান্যতা দেওয়া হয়নি। সুতরাং যতদিন না সেই দাবি পূরণ হবে, ততদিন সেই দাবিতে ব্যাপকসংখ্যক মানুষকে সংগঠিত করবে আইএসএফ। এই জনসভায় বিপুল সংখ্যায় মহিলা যোগদান করেন। এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল প্রধান, এক বর্তমান পঞ্চায়েত সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্য সহ দেড় হাজারের অধিক তৃণমূল সমর্থক আইএসএফে যোগদান করেন। এই সভায় আইএসএফের জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা সহ স্থানীয় নেতৃত্ব বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন মেঘনাথ হালদার, সাহাদাত সাহ সহ জেলার ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব। (EVM News)