ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: তুষারপাতে বিপত্তি! মুখোমুখি দুই ট্রেনের ধাক্কা
প্রবল ঠান্ডায় তুষারপাত চীনে। আর প্রবল তুষারপাতের জেরেই দুর্ঘটনা! তুষারপাতের জেরে মুখোমুখি দুই ট্রেনের ধাক্কা। আহত প্রায় ৫১৫ জন।
পুলিশের ভূমিকায় ‘প্রশংসা’ বিচারপতির
চীনের বেজিংয়ে দুই ট্রেনের ধাক্কায় হাসপাতালে ভর্তি ৫১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে।
গত কয়েক দিন ধরে লাগাতার তুষারপাতের জেরে পিচ্ছিল রেললাইন। এর জেরে দ্রুতগতিতে চলা সাবওয়ে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এদিকে পিছন থেকে আসা ট্রেনটি সরাসরি ধাক্কা মারে ওই লাইনচ্যুত ট্রেনে। লাইন পিচ্ছিল থাকায় ব্রেক কষেও ট্রেন দাঁড় করানো সম্ভব হয়নি বলেও চিনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল, এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছু জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, তারমধ্যে ২৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীনে প্রবল তুষারপাতের জন্য ট্রেন চলাচলেও এর প্রভাব পড়েছে। তুষারপাতে রাস্তাও বন্ধ, বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শহরে স্কুলও। বেজিংয়ের তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ