তিলজলা

ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর: তিলজলায় বন্ধ ফ্ল্যাট থেকে পড়ুয়ার দেহ উদ্ধার

সুরুচি সংঘের ‘থিমের ক্যাচ লাইন’ প্রকাশ

পড়ুয়া ঈপ্সিতা ঘোষ কালনার বাসিন্দা। জানা যায়, পড়াশোনার সূত্রেই তিলজলায় থাকতো ঈপ্সিতা। গতকাল অবধিও কলেজে গিয়েছিলেন পড়ুয়া। পরিবারের লোকেদের সঙ্গে রাতে কথাবার্তাও হয় তার। এরপর সকালে পড়ুয়াকে ফোনে না পেয়ে পরিবারের লোক স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়রা ডাকাডাকি করে ঈপ্সিতার সারা না পেয়ে পুলিশে খবর দেয় বলে স্থানীয় সূত্রে খবর।

ঘটনাস্থলে পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ঈপ্সিতার দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। পরিবারের দাবি, আত্মহত্যা করার মত কোন কারণ ছিল না। এমনকি রাতেও যখন ঈপ্সিতার সঙ্গে কথা হয় তখনও স্বাভাবিক ছিল বলেই জানান পড়ুয়ার পরিবার। তবে কী কারণে পড়ুয়ার মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর