ইভিএম নিউজ ব্যুরোঃ কথায় কথায় বাড়িতে অতিথিদের ডেকে নানা অনুষ্ঠান করতেন। অনুষ্ঠান নয় আসল উপলক্ষ্য ছিল, বাড়ির ইন্টিরিয়ার ডেকোরেশন দেখিয়ে মানুষকে তাক লাগিয়ে দেওয়া। আর সেই গৃহযার অন্যতম সামগ্রী ছিল, তাজা গ্রেনেড। না, কোনও গল্প কথা নয়। লন্ডনের ডেভন এলাকার এক বাসিন্দার এমন বলিহারি ঘর সাজানোর শখ দেখে তাজ্জব বনে গিয়েছেন, সেখানকার পুলিশ আধিকারিকরা।
জানুয়ারি মাসের শেষের দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গিয়ে, ওই তাজা গ্রেনেডগুলি উদ্ধার করে নিয়ে আসে। লন্ডন পুলিশের দাবি, কতগুলো গ্রেনেড একসঙ্গে ফাটলে, এলাকার বেশিরভাগ বাড়ি পুড়ে ছাই হয়ে যেত। ঘটতে পারত, অসংখ্য প্রাণহানির ঘটনাও।
আর সেই সম্ভাবনা এড়াতে, গত ৩১ জানুয়ারি উদ্ধার হওয়া ওই গৃহসজ্জার গ্রেনেডগুলিকে নিষ্ক্রিয় করে দেয় পুলিশ। তার আগে এলাকার সমস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল, লন্ডন পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর