রাহুল কর্মকার, বাঁকুড়াঃ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। জেলায় জেলায় একের পর এক দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার অবস্থা, রাজ্যের শাসকদলের অন্দরে। এবার খোদ ব্লক সভাপতিকে ঘিরেই ব্যাপক অশান্তির ঘটনা ঘটলো, বাঁকুড়া জেলায়। সম্প্রতি এখানকার তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগ তুলে, মাচাতোড়ার দলীয় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন, তৃণমূলেরই একটি গোষ্ঠীর কর্মীরা। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মাচাতোড়ায়, সেই বন্ধ হয়ে থাকা দলীয় অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকেন, ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহ। আর এরপরেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের চড়া মেজাজের মুখোমুখি হলেন, এই ব্লক তৃণমূলনেতা। যদিও তালা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ অস্বীকার করেছেন, তৃণমূলের ব্লক সভাপতি।

ব্লক তৃণমূল সভাপতি মুখে যাই বলুন না কেন, এদিন বাস্তবে পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, ওই তৃণমূল নেতাকে উদ্ধার করতে পুলিশবাহিনীকেও ছুটে আসতে হয়। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলকে কোণঠাসা করতে, এই ঘটনাকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপিও। স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে, ততই কাটমানি আর তোলাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরে এই গোষ্ঠীকোন্দল বৃদ্ধি পাবে।

সবমিলিয়ে, দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাঁকুড়া তৃণমূল, পঞ্চায়েত নির্বাচনের আগে কীভাবে এই সমস্যার সমাধান করে, এখন সেটাই দেখার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর