ব্যুরো নিউজ, ২০ অক্টোবর: তবে কি ভারতে তৈরি বলেই রাগ?
আমেরিকার শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা Apple, সম্প্রতি ভারতে আইফোন ১৫ লঞ্চ করেছে। এই ফোনটি তৈরি হচ্ছে ভারতেই। বিশ্ববাসী বিষয়টিকে ভালো চোখে দেখলেও, চীন কিন্তু তা মোটেও ভালো চোখে দেখছে না।
লক্ষ্মীবারে লক্ষী লাভ! বিনিয়োগ কোন স্টকে?
ভারতের এই পড়শি দেশ এই ফোনের ত্রুটি খুঁজে বের করতে ব্যস্ত। যে কারণে চীনে আইফোন ১৫ এর চাহিদা আগের মডেলের তুলনায় অনেক কম। প্রথম দুসপ্তাহের পরিসংখ্যান বলছে আইফোন ১৪ এর তুলনায় আইফোন ১৫ এর বিক্রি ৪.৫ শতাংশ কমে গিয়েছে।
আমেরিকার পর Apple এর সবচেয়ে বড় বাজার হল চীনে। করোনার সময় সরবরাহের সমস্যার কারণে বিশ্বের অনেক কোম্পানি চীনের উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে। চীনের উপর নির্ভরতা কমাতে ভারতে উৎপাদন শুরু করেছে Apple। আগামী ৫ বছরে ভারতে প্রায় পাঁচগুণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই সংস্থার।
আর এদিকে ক্ষতির ভয়ে ভারতে Apple এর উৎপাদন বাড়াতে চীন পছন্দ করছে না। ইতিমধ্যেই আইফোন ১৫ স্মার্টফোনের ত্রুটি নিয়ে প্রচার যুদ্ধ শুরু করেছে চীন। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে ভারতে তৈরি আইফোন ১৫ বয়কট করার দাবি উঠেছে। কিছু কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে, আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলগুলি নাকি ইউরোপ ও আমেরিকায় বিক্রি জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতে তৈরি আইফোন ১৫ এর মান খারাপ বলে দাবি করা হয়েছে। এছাড়াও এই ফোনগুলি গরম হয়ে যাওয়ার সমস্যা রয়েছে বলে দাবি করছে চীন। সম্প্রতি, চীনের অর্থনীতি সম্পর্কে বিভিন্ন নেতিবাচক খবর সামনে আসছে। যেখানে ভারতের অর্থনীতি প্রতিটি পদক্ষেপে ভালো পারফরম্যান্স করছে। আর তা সহ্য করতে না পেরেই ভারতের বিরুদ্ধে নোংরা খেলা খেলছে চীন। ইভিএম নিউজ