ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: ডেঙ্গি নিয়ন্ত্রনে কন্ট্রোল রুম চালু করলো হাওড়া পুরসভা
মঞ্চে ‘খোলা জানলা’
ডেঙ্গি নিয়ন্ত্রন করতে মঙ্গলবার কন্ট্রোল রুম চালু করলো হাওড়া জেলা প্রশাসন। হাওড়ার বাসিন্দারা ডেঙ্গি হলে কোন হাসপাতালে ভর্তি হবেন, কোথায় রক্ত পরীক্ষা করাবেন সেই বিষয়ে পরামর্শ দিতেই এই কন্ট্রোল রুম চালু করা হয়। দুর্গাপুজোর সময়ও এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এই কন্ট্রোল রুমের নাম্বার হল ৬২৯২২৩২৮৭০। শুধু তাই নয়। যেইসব জায়গায় জল জমে ডেঙ্গি মশার লার্ভা জন্মাচ্ছে সেইসব জায়গার খোঁজও এইখানে ফোন করে দেওয়া যাবে। হাওড়া পুরসভার কর্মীরা সেই জায়গা পরিষ্কার করে দিয়ে আসবে বলে পুরসভা তরফে জানানো হয়েছে।
মঙ্গলবার হাওড়া পুরসভায় একটি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন মন্ত্রী অরুপ রায়, নগরপাল প্রবীণ ত্রিপাঠি, জেলাশাসক দীপাপ্রিয়া পি, ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল সহ অনেক পদস্ত কর্তারা। ডেঙ্গি মোকাবিলার জন্যে পুরসভা ও জেলার স্বাস্থ্যকর্মীদের দুর্গাপুজোর ছুটি বাতিল করা হচ্ছে। তাঁরা পুজোর সময় ডেঙ্গি মোকাবিলায় কাজ করবেন বলে বৈঠকে জানানো হয়। ইভিএম নিউজ