ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: ডায়মন্ডহারবার পুরসভায় সিবিআই হানা
সিবিআই তল্লাশির বিরুদ্ধে ফিরহাদের ক্ষোভ

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে ডায়মন্ডহারবারে হানা দিলো সিবিআই আধিকারিকেরা। পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের গ্রেফতারির পর রাজ্যের একাধিক পৌরসভার সঙ্গে ডায়মন্ডহারবার পুরসভারও নাম জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে । নিয়োগ কান্ডের তদন্ত করতে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পুরসভাতে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) আধিকারিকেরা।
মূলত পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে ডায়মন্ড হারবার পুরসভা ও ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মিরা হালদারের বাড়িতে অভিযান চালায় সিবিআইয়ের আধিকারিকেরা। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই তল্লাশি অভিযান চালায় বলে সুত্রের খবর। পাশাপাশি আধিকারিকদের অন্য একটি দল ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অয়ন শীলের কোম্পানির হাত ধরে ডায়মন্ড হারবার পুরসভায় ১৬ জন নিয়োগ হয়েছিল। এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারেই চলছে সিবিআই তল্লাশি। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















