ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলায় তিনটি শিল্প করিডোর স্থাপন করার উদ্যোগ নিয়েছে। অমৃতসর-ডানকুনি মালবাহী করিডোর দেশের পূর্ব এবং উত্তর অংশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে।

রাজ্যে শিল্প কার্যকলাপ বৃদ্ধির জন্যই  তিনটি বিশেষভাবে মনোনীত শিল্প করিডোর … ডানকুনি-হলদিয়া, ডানকুনি-কল্যাণী এবং ডানকুনি-রঘুনাথপুর – তৈরি করা হবে।

পশ্চিমবঙ্গ বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রতিষ্ঠার পর শিল্পায়ন এবং চাকরি বৃদ্ধিতে মনোনিবেশ করছে। করোনা মহামারী  এই প্রকল্পে বিলম্ব ঘটালেও খুব দ্রুত এই মালবাহী রুটটি চালু হবে বলে আশা করা হচ্ছে।মালবাহী রুটের কাজ শেষ হয়ে গেলে ডানকুনি রাজ্যের অন্যতম প্রধান স্থলবন্দর হিসেবে কাজ শুরু করবে।

বৃহৎ কোম্পানী স্থাপনের জন্য ডানকুনি ও তার আশেপাশে জমির অভাবের কারণে  বিশেষ করিডোরের সাথে জমি-সমৃদ্ধ স্থানগুলিকে সংযুক্ত করা নিঃসন্দেহে বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর