সংকল্প দে, ১৬ মেঃ (Latest News) টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ২৫ তম বর্ষপূর্তি
আগামী ১৭ মে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ২৫ তম বর্ষপূর্তি। এই ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
সেন্টারের কর্তা সোমবার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, আমরা রাজ্যবাসীকে জানাতে চাই আমরা কিভাবে এই রূপক জয়ন্তী টাকে পালন করবো। আমাদের এই ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে আগামী ১৭ মে সকাল দশটায় টেরেসা ডায়াগনস্টিক সেন্টার এর সেকেন্ড ফ্লোরে এক রক্তদান শিবিরের মাধ্যমে। আমরা প্রতি বছরই এই দিনটাতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এ বছর আমরা ১০০ বোতল রক্ত ডোনেট করার একটা লক্ষ্য রেখেছি। আশা করছি আপনাদের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ সাফল্যমন্ডিত হবে। ঐদিনই সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নাম্বার হলে আযোজিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনিষ্ঠান। এই অনিষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কলকাতার খ্যাতনামা শিল্পী শুভমিতা ও নচিকেতা। আগরতলা টিভির পর্দায় এই অনুষ্ঠানটি আপনার সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।
আগামী ১৯শে মে আমরা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করব। আগামী ২১ মে সকাল ছটায় আযোজন করা হয়েছে হাটা প্রতিযোগিতা। শুরু হবে আস্তাবল ময়দানের বিপরীতে টেরেসা হেলথ কেয়ার সেন্টারে সামনে থেকে। এখানে যে কোন সুস্থ ব্যক্তি যোগদান করতে পারবেন এবং এই প্রতিযোগিতায় তিনটি প্রাইজ দেওয়া হবে। প্রথম পুরস্কারের মূল্য ১০ হাজার টাকা।
আগামী ১১ই জুন কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় আমরা আযোজন করতে চলেছি, এক বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠান “ভালো থেকো”। এই অনুষ্ঠানে রাজ্যের এবং বহিঃ রাজ্যের প্রখ্যাত চিকিৎসকরা বিভিন্ন রোগ ও তার প্রতিকার এবং তা থেকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। এর জন্য কোন অর্থ দিতে হবে না।
আমরা আমাদের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমাদের এই সেন্টারে যারা ২৫ বছর ধরে কাজ করে গেছেন বা এখনো যারা করছেন এবং যে সমস্ত চিকিৎসকরা আমাদের সহযোগিতা করেছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো আগামী ২১শে মে মুক্তধারা অডিটরিয়ামে। এই অনুষ্ঠানের নাম “ফিরে দেখা” আগামী কিছুদিনের মধ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করবো এই রূপক জয়ন্তী বর্ষকে সামনে রেখে। (EVM News)