ব্যুরো নিউজ, ১৩ ডিসেম্বর: টাকার পাহাড়ের পর সোনার পাহাড়ের খোঁজ! আনা হল যন্ত্র
টাকার পাহাড়ের পর এবার কি সোনার পাহাড় দেখবে দেশবাসী? ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আগেই মিলেছিল টাকার পাহাড়।
আজ SSKM হাসপাতালে মদন মিত্রের অস্ত্রোপচার
৬ ডিসেম্বর কংগ্রেসের ঝাড়খণ্ডের সাংসদ ধীরজ সাহুর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। শুরু হয় তল্লাশি। তল্লাশিতে প্রথমে উদ্ধার হয় ১০০ কোটি টাকা, সেই অঙ্ক বেড়ে দাড়ায় ২০০ কোটিতে। এখানেই শেষ নয়, টাকা গুনতে বিকল হয়ে যায় টাকা গোনার মেশিন। পড়ে আবার নয়া মেশিন আনান আয়কর বিভাগের আধিকারিকরা। টাকার সেই অঙ্ক বেড়ে দাড়ায় প্রায় ৩৫৪ কোটি টাকায়। ঘটনায় ‘কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাপ মিলেছে’ বলে ইতিমধ্যে বহু মিম ভরে গিয়েছে সামাজিক মাধ্যমে।
ঝাড়খণ্ডের পাশাপাশি ওড়িশা, কলকাতায় ধীরজ সাহুর বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ‘হিমালয়’ সম টাকার পাহাড়। ধীরজ সাহুর রাঁচির বাড়ির আলমারিতে থরে থরে সাজানো নোটে বান্ডিল। ৫০০, ২০০, ১০০ টাকার বান্ডিলে সাজানো আলমারি। তবে এই বিপুল টাকা উদ্ধারের পরও অভিযান থামায়নি আয়কর দফতর। এবার তাদের সন্দেহ, কংগ্রেস সাংসদের বাড়ির নীচে লুকানো রয়েছে ‘কুবেরের ধন’। আর সেই লুকানো সম্পত্তি খোঁজেই ফের শুরু করেছে তল্লাশি।
৬ ডিসেম্বর দিল্লি থেকে রাঁচিতে আসেন আয়কর দফতরের ৬ আধিকারিক। বিগত ৮ দিন ধরে তল্লাশি চলছে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। পাশাপাশি ধীরজ সাহুর পৈত্রিক বাড়িতেও তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকরা। জানা গিয়েছে, পৈত্রিক বাড়ির নীচে গোপন কুঠুরিতে লুকানো রয়েছে বিপুল ধন সম্পত্তি। লুকনো থাকতে পারে বিপুল পরিমাণ সোনাও। সেই ধন খুজতেই আনা হয়েছে জিও সার্ভিলেন্স মেশিন। বাড়ির লনে ওই মেশিন দিয়ে সোনা খোঁজার কাজ চলছে। ইভিএম নিউজ