সংকল্প দে, ১৮ জুনঃ (Latest News)  ঝড়ের দাপটে ভেঙে পড়ছে গাছ, বন্ধ যান চলাচল চাপা পড়েছে ৫টি দোকান । ঘটনাটি  ঘটেছে খড়িবাড়ির অধিকারী মোড়ে।
জানা গিয়েছে, শনিবার সকালে ঝড়ের ফলে আনুমানিক ৩০ বছরের পুরোন বট গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি চাপা পড়েছে ৫টি দোকান। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ট্রাফিক ও খরিবাড়ি থানার পুলিশ।
স্থানীয়রা জানান, গাছের নিচে বসে ছিলাম হঠাৎ গাছ ভাঙ্গা আওয়াজ শুনে পালিয়ে যাই। তখন দেখি আচমকাই গাছটি ভেঙ্গে পড়ে। পরে টুকরিয়াঝাড় বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে। প্রায় ৪ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। (EVM News)
 
				
 
								 
								 
								 
								



















