ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর: জেলায় জেলায় ‘জওয়ান ঝড়’। কিং খানের ‘জওয়ান ঝড়’ আছড়ে পড়েছে জেলায় জেলায়।


মুক্তি পেয়েছে বলিউড বাদশা কিং খানের ছবি “জাওয়ান”। আর এই জাওয়ান ঝড়ে কাঁপছে গোটা বাংলা। মুক্তি পাওয়ার দিন বাংলার প্রতিটি হল হাউসফুল। শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধুমাত্র শহর কলকাতায় নয়। শহর কলকাতা ছেড়ে এবার শাহরুখ ঝড় আছড়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে।

শেষ ‘ওহ লাভলি’র শো

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। সকাল থেকেই হলের সামনে ভিড় জমিয়েছে শাহরুখ ভক্তরা। শাহরুখের কাট আউট জড়িয়ে ধরেই উৎসবে মত্ত। কেউ পা ধরে শুয়ে পড়লেন, আবার কেউ খেলেন চুমু। আবার কেউ জোর হাত করে প্রণাম সেরে নিলেন। ভক্তদের কান্ড কারখানায় জেরবার জওয়ান শাহরুখ। নেহাতই তিনি শারীরিক ভাবে উপস্থিত নেই।

ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ এমনই একজন, যার ছবির জন্য ভোর পাঁচটার শো রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শুধু সাধারণ মানুষরা নয়, টলিউডের পরিচালক থেকে তারকারাও কিং খানের শো দেখতে হাজির হয়েছিলেন। ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না।

দেশজুড়ে জওয়ান ঝড়! শাহরুখ খান বলে কথা। সিনেমাহলে দেখা মিলল অবিকল শাহরুখের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদের। কেউ উঠে পড়লেন ছাদে, আবার কেউ উঠে পড়লেন ব্যানারের মাথায়। সব মিলিয়ে প্রথম দিনেই তুলকালাম। ফ্যান ক্লাবের একজন সদস্য তিনি বলেন, দীর্ঘ অবসানের পর মুক্তি পেল কিং খানের ‘জওয়ান’। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তুলেছে ‘জাওয়ান’ আমরা পিছিয়ে নেই আমরা শাহরুখ খানের ভক্ত আমরা সকাল থেকেই এই ‘জওয়ান ডে’ উদযাপন করছি। আজ সকাল থেকে কেক মিষ্টি ও মালা নিয়ে আমরা হাজির হয়েছি জয়নগরে।

শাহরুখ ভক্তরা বলে, আমরা প্রতিবছর শাহরুখ খানের কোনও ব্লকবাস্টার সিনেমা রিলিজ হলে আমরা এই ভাবেই উদযাপন করি। আমাদের সঙ্গে রেড চিলি এন্টারটেইনমেন্টের টুইটার হ্যান্ডেল অ্যাড করা রয়েছে এবং আমাদের যা অ্যাক্টিভিটি শাহরুখ খানের রেড চিলি এন্টারটেইনমেন্ট। সেটি টুইটারে পোস্ট করে। শাহরুখ ঝড়ে কাঁপছে গোটা বাংলা বাদ যায়নি আমরাও। আজ সারাদিন আনন্দ আর হই হুল্লোড়ের মধ্যে আমরা উদযাপন করব। এমনটাই জানায় কিং খান অনুগামীরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর