ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর: বাস্তুতন্ত্র রক্ষায় থাকে সারমেয়র বিশাল প্রভাব| জানেন কি? কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি, রাহু ও কেতুর দোষ থাকলে, তা অবিলম্বে প্রতিকার করা উচিত। এই গ্রহগুলির অশুভ কারণে জীবনের উপার্জন, সম্পর্ক ও সম্মান মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। গ্রহগুলিকে শান্ত রাখার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের উপায় বলে দেওয়া হয়েছে,যা ভোপালের জ্যোতিষী ও পণ্ডিত, হিতেন্দ্র কুমার শর্মা বিস্তারিত জানিয়েছেন।
বিশ্বসেরা তালিকায় জায়গা নিলো তিলোত্তমার ৩ টি মিষ্টির দোকান শাস্ত্রে বলা আছে যে, শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা শ্রেয়। জ্যোতিষশাস্ত্রে এটাও বলা হয়েছে যে, ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে। কারন কালো কুকুর ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে ও ঘরকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে খুবই উপকারী। এছাড়াও কুকুর পালন শনি ও কেতু গ্রহকে শান্ত করে ও ভালো ফল দেয়। অনেকে বাড়িতে একটিও কুকুর রাখতে সক্ষম হন না। আপনার বাড়িতে কুকুর রাখতে না চান, তবে বাইরে গিয়ে আপনি কুকুরকে রুটি খাওয়াতে পারেন।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, কুকুরকে খাওয়ালে ও সেবা করলে শনিদেব খুশি থাকেন। যাঁদের কুণ্ডলীতে শনি অশুভ অবস্থানে আছে বা যাঁদের শনির মহাদশা, সাড়ে সাতি যাদের রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। এছাড়াও কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ইভিএম নিউজ