ইভিএম নিউজ ব্যুর,১০ ফ্রেব্রুয়ারিঃ এ যেন গোদের ওপর বিষফোঁড়া! চিন-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের ফাটল আরও চওড়া হল বাইডেনের মন্তব্যে । দিন কয়েক আগেই মার্কিন আকাশে উড়তে দেখা একটি বেলুন কে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিল বেজিং এবং হোয়াইট হাউস। সাম্প্রতিক বাইডেনের দেওয়া একটি সাক্ষাৎকারকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সাক্ষাৎকারে বাইডেন বলেছেন , “জিনপিংয়ের সঙ্গে বিশ্বের কোনও শীর্ষ নেতা ব্যবসা করার কথা ভাববেন ? আমি তো কারও কথা ভাবতে পারছি না।” বাইডেনের এই মন্তব্যের প্রতিবাদে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের মন্তব্য, “আমেরিকার তরফে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার বিরোধী।”
গত মঙ্গলবারই চিনকে সতর্ক করে বাইডেন বার্তা রেখেছিলেন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে যা পদক্ষেপ নেওয়ার তা নেবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই চিনকে সুসম্পর্কের বার্তা দিয়ে চলেছেন বাইডেন । সম্প্রতি বেলুন কাণ্ডের পর থেকে চিনের প্রতি সেই প্রত্যাশা হ্রাস পেতে শুরু করেছে। বাইডেনের প্রশ্ন ,চিন কি মিলিত হয়ে কাজ করতে চায় নাকি প্রতিযোগী হিসেবে ।
আমেরিকার একটি স্থায়ী সংবাদমাধ্যমের দাবি, শুধু আমেরিকা নয়, ভারত ও জাপানের উপরেও নজরদারি ও তথ্য চুরির জন্য বেলুন পাঠিয়েছে চিন।