যেনও

ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি: জাপান যেনও বিপর্যয়পুরী! সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কেঁপে উঠল জাপান

জাপান যেনও বিপর্যয়পুরী! কালো মেঘ যেনও কিছুতেই কাটছে না। বছর শুরুর প্রথম দিন থেকেই একের পর এক বিপর্যয়। একবার-দু’বার নয়, ১৫৫ বারেরও বেশিবার ভূমিকম্প হয় জাপানে। সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৭.৬। জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০২ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫৬৫ জন। এখনও পর্যন্ত মৃত ১০২ জনকে শনাক্ত করা যায়নি। জারি করা হয় সুনামির সতর্কতা।

অতি সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রাশিদ খান | রয়েছেন ভেন্টিলেশনে

৭.৬ মাত্রার ভূমিকম্পে মধ্য জাপানের বহু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে  যায়। নোটো উপদ্বীপের একটা বড় অংশে আগুন ধরে যায়। বেশ কিছু বাড়িঘরও আগুনে পুড়ে যায়। এরপরই, টোকিয়োর এক বিমানবন্দরে আবার দুটি বিমানের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বিমানদুটিতে আগুন ধরে গিয়েছিল। ওই ঘটনাতেও ৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানা যায়।

সেই বিপর্যযের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কেঁপে উঠল জাপান। ফের ৬.০ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য জাপান।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জাপানের উপকূলের কাছে সমুদ্রের নীচে হয়েছে এই ভূমিকম্প। তবে এই শক্তিশালী ভূমিকম্পের পরও এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। এর আগে নববর্ষে কেঁপে উঠেছিল মধ্য জাপান। আজ ফের সেই একই জায়গা ফের কেঁপে ওঠায় ছড়িয়েছে আতঙ্ক। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর