ইমানি

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: জাকির- ইমানি ২ তৃনমূল বিধায়কের লড়াই প্রকাশ্যে 

জেলায় এই ২ নেতা ওহি- নকুল সম্পর্ক সর্বজন বিদিত। তবে, এইবার সেই দ্বন্দ প্রকাশ্যে এলো ব্লক সভাপতি সরানোকে কেন্দ্র করে। জঙ্গিপুরের বিধায়ক তথা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের সভাপতিকে সরিয়ে দেন।

দিদিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ‘খুন’ 

ব্লক সভাপতি জেলার অপর দলীয় বিধায়ক ইমানি বিশ্বাসের অনুগামি। ফলে স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন জাকির বিরোধী ওই ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, ইমানি বিশ্বাসের কাছের লোক হওয়ায় তাকে সরিয়ে দিয়েছেন জাকির। আর তাতেই জেলায় দেখা দিয়েছে চাপানউতোর।

সিরাজুল সাফ জানিয়ে দিয়েছেন, জাকির কে? দলের রাজ্য কমিটি সরতে বললে তিনি সরে যাবেন। জাকিরের নির্দেশে তিনি পদ ছারবেন না। জল ঘোলা দেখে জঙ্গিপুরের দলের জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, তিনি দলের রাজ্য কমিটি ও চেয়ারম্যানের সাথে আলোচনা করবেন। এখনি তিনি কোন মন্তব্য করছেন না। দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায় যে বার বার দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিচ্ছেন তাতে কানই দিচ্ছেন না মুর্শিদাবাদের তৃনমূল নেতৃত্ব। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর