ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: জল জমে-বিপত্তি | ডুবল গাড়ি।
নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীর খাতে উলটে পড়ল সেনাবাহিনীর একটি গাড়ি
পাতিপুকুর আন্ডার পাশে ডুবল গাড়ি। নিকাশিনালার কঙ্কালসার চেহারা। নিম্নচাপের জেরে রাতভর প্রবল বৃষ্টি। তাতেই বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগের মধ্যে দক্ষিণ দমদম পুরসভা ও কলকাতা পুরসভার অধিকাংশ এলাকা। পাতিপুকুর আন্ডার পাশে জমে রয়েছে আট ফুট জল। জল সরাতে বসানো হলো দুটি পাম্প। আরজিকর অভিমুখী যানবাহন চলছে খুব ধীর গতিতে। একটি লেন বন্ধ থাকার কারণে অপর লেন থেকে দুই অভিমুখে যানবাহন চালানো হচ্ছে বলে যানজটের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইভিএম নিউজ