ইভিএম নিউজ ব্যুরোঃ বিস্কুটের দামে সোনা বিক্রি সওয়ারিদের, অভিনব প্রতারণার অভিযোগে গ্রেফতার রিকশাচালক। রাস্তায় ইদানিং পড়ে থাকতে দেখা যাচ্ছিল সোনার বিস্কুট। আর সেটা শুধুমাত্র রিকশা চালকদেরই নজরে পড়ছিল। সেই সোনার বিস্কুট কুড়িয়ে জলের দামে সওয়ারিদের কাছে বিক্রি করছিলেন কয়েকজন রিক্সা চালক। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। জলের দামে সোনা পেয়ে সেগুলি কিনেও নিচ্ছিলেন রিক্সায় ওঠা সওয়ারিরা। আর বাড়ি গিয়ে তাঁরা বুঝতে পারছিলেন যে, আসলে প্রতারিত হয়েছেন। শেষপর্যন্ত দিনদুয়েক আগে শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়িতে অভিযোগ করেন এক ব্যক্তি।

তদন্তে নামতেই চক্ষুকর্ণের বিবাদ করে ফেলল পুলিশ। অভিনব এই প্রতারণার যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল দুই রিকশাচালক। ধীতরা হল রাকিবুল শেখ ও আশাফুল শেখ।‌ নকলসোনা বিক্রি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় যেতোদের বিরুদ্ধে মামলা দায়ের করে পানিট্যাংকি থানা। মঙ্গলবার ওই দুই রিকশাচালককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে, বিচারক দুই অভিযুক্তকেই দশদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর