ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোয় পূর্ব রেলের বিশেষ ট্রেনের ঘোষণা
হাতে গোনা আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠবেন মানুষজন। অনেকেরই চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। আবার সারাদিন ঘুরে অনেকে রাতে বাড়ি ফিরে যান। যাতায়াতের ক্ষেত্রে ট্রেন থাকলেও দর্শনার্থীদের কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চালানো হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন। আগামীকাল অর্থাৎ রবিবার ষষ্ঠী। তারপরের দিন সোমবার সপ্তমী। সপ্তমী থেকে আগামী দশমী পর্যন্ত অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া- ব্যান্ডেল শাখায় মোট ১০ টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। তার মধ্যে থাকবে ৫ টি আপ ও ৫ টি ডাউন ট্রেন। তারপরও থাকবে হাওড়া- বর্ধমান লাইনে ১ জোড়া স্পেশাল ট্রেন।
ময়দানে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করলো হাইকোর্ট
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। শহর থেকে বহু মানুষজন ঠাকুর দেখতে পুজোয় ভিড় জমান। আর এই কথা মাথায রেখেই বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া থেকে ব্যান্ডেল ও বর্ধমান শাখায় এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। ৪ দিনে মোট দশটি স্পেশাল ট্রেন চলবে। রেল সূত্রে খবর, বিকেল ৫ টা ২০ মিনিট, ৭ টা ৫৫ মিনিট, রাত ১১ টা ৩০ মিনিট ও ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেল যাবে মোট ৫ টি বিশেষ ট্রেন। সুতরাং রাতে পৌঁছেও একাধিক থিমের জগদ্ধাত্রী পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। আবার দুপুরে চলে গিয়ে সারাদিন কাটিয়ে রাতে বাড়ি ফিরে আসতে পারবেন।
বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। তাই সেদিনও হাওড়া- ব্য়ান্ডেল ও ব্যান্ডেল- হাওড়া এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া থেকে সেটি ছাড়বে রাত ২ টো ৩৫মিনিটে ও ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪ টের সময়। সব মিলিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরেও জমে যাবে জগদ্ধাত্রী পুজো। ইভিএম নিউজ