উপলক্ষে

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: ছট পুজো উপলক্ষে ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা 

 

ছট পুজোয় অজয় ঘাটে ব্রতীদের ভিড়। ফলে আঁটো সাটো করা হোল অজয় ঘাটের নিরাপত্তা। ছট পুজো উপলক্ষে সজাগ পুলিশ থেকে শুরু করে ছট পুজো কমিটিও।

গড়ফা থানার পাঠানো নোটিশে হাজির ভাঙরের বিধায়ক

এদিন অর্থাৎ সোমবার বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অজয় ব্রীজ সংলগ্ন অজয় ঘাটে ছটপুজোয় ব্রতীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

 

বীরভূম জেলার ছটপুজোর ব্রতীরা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর, উখড়া, লাউদোহা থানা এলাকার হাজার হাজার ছটপুজোর ব্রতীরা অজয় নদের ব্রিজ পেরিয়ে বীরভূম এলাকার নদী কিনারায় পুণ্যস্নান সেরে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো দিলেন।

 

এইসময় কোনোরকম অশান্তি বা দুর্ঘটনা এড়াতে খয়রাশোল থানার পুলিশ ও ছট পুজো কমিটি ছিল সদা সতর্ক। খয়রাশোল থানা পুলিশের তৎপরতায় ছটপুজোর ব্রতীরা স্বভাবতই খুশি ব্যক্ত করেন। খয়রাশোল থানা পুলিশের তরফে, অজয় ঘাটে গাড়ির পার্কিং, স্নানের ঘাট, ও বিপজ্জজনক এলাকায় পোষ্টার ব্যানার সাঁটানো হয়। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর