চৌরঙ্গী

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: চৌরঙ্গীর কল সেন্টারে পুলিশ | গ্রেফতার ৪০ জন কর্মী

60A চৌরঙ্গী রোডে একটি কল সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশ। সেই কল সেন্টারের ৫ জন মহিলা-সহ ৪০ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

কলকাতা পুলিশ শহরের একটি অবৈধ কল সেন্টারে কর্মরত ৪০ জনকে গ্রেফতার করে। নামকরা কোম্পানির কর্মচারী হওয়ার ভান করে অস্ট্রেলিয়ার নাগরিকদের টার্গেট করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা প্রতারণার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারি কেন?

বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতারণার অভিযোগে শহরের একটি বেআইনি কল সেন্টারে ৪০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, 'ট্রান্সলিংকস' নামের কোম্পানিটি ভবনের তিনতলা জুড়ে একটি অবৈধ কল সেন্টার চালাচ্ছিল। কর্মচারীরা সন্দেহভাজন লোকদের প্রতারণা করার জন্য নর্টন, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী টেলস্ট্রা ও অ্যামাজন পেব্যাকসের মতো বিভিন্ন স্বনামধন্য কোম্পানির কর্মীদের ছদ্মবেশ ধারণ করে প্রতারণার ছক চালিয়ে যাচ্ছিল। 
পুলিশি অভিযানে এদিন ৫০টি কম্পিউটার, ছয়টি হার্ড ড্রাইভ, ১২টি মোবাইল ফোন, তিনটি রাউটার, দুটি সার্ভার ও ৫০টি আইপি ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর