ব্যুরো রিপোর্ট,৮ সেপ্টেম্বর:চোর জোচ্চোরদের সঙ্গে গিয়ে এই হাল। কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী ধুপগুড়ি উপনির্বাচন নিয়ে কলকাতায় ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
বাড়ছে কেষ্টর কষ্ট!
তিনি বলেন আমরা এখানে কাউকে চোর বলব মুম্বাইতে গিয়ে তাকে সাধু বলবো এটা তো চলতে পারেনা। এই রাজনীতিটাই রিজেক্ট করছে, তার পরিণাম ধুপগুড়ির উপনির্বাচন।ছোট্ট ধুপগুড়ির উপনির্বাচনের দ্বারা মানুষ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে অসৎ সঙ্গে সর্বনাশের দ্বারা আমাদের দলটা কতটা ভুল করতে চলেছে এরপরেও যদি আমরা না বুঝি এর থেকে আরও বড় সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে।ইভিএম নিউজ