চাষির

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: চাষির দুয়ারে চাষি কথা নিয়ে কটাক্ষ পদ্ম শিবিরের

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ঘাস ফুল শিবিরের নতুন উদ্যোগ। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ‘চাষির দুয়ারে চাষি কথা’-এই নতুন কর্মসূচি নিয়ে এল তৃণমূল।

হকের দাবিতে হাইকোর্টে DA আন্দোলনকারীরা

বুথে-বুথে পাড়ায় পাড়ায় ঘাস ফুল শিবিরের এই কর্মসূচির প্রসঙ্গ তুলে শাসক দলকে বিঁধল পদ্ম শিবির। ভোটের আগে এই প্রকল্প চালু হওয়ায় রাজনীতির গন্ধই পেয়েছে বিরোধী দল। তাদের দাবি, তৃণমূলের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই। তবু ভাগ্য ভাল যে এখনো ওরা চাষির দুয়ারে গিয়ে মার খায়নি।

ইতিমধ্যেই আরামবাগের বেশ কয়েকটি এলাকায় পাড়ায় পাড়ায় এই কর্মসূচি চলছে। চাষের উন্নতি-সহ কৃষকরা কোনও অসুবিধায় পড়লে সে কথা শোনা হবে এই কর্মসূচিতে। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে চলছে এই কর্মসূচি।

এই কর্মসূচি নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, “এদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই। এই রাজ্যে কৃষকদের অবস্থা দুর্বিসহ করে তুলেছে এই সরকার। যারা রাসায়নিক সারের কালোবাজারি আটকাতে পারে না, কৃষকদের ন্যায্য মূল্যে ধান দিতে পারে না, তারা খুবই বড়-বড় কথা বলছে। ভাগ্য ভাল মার খায়নি”।  ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর