income-tax-photo

ব্যুরো নিউজ, ১ মে: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো আয়কর বিভাগ। সম্প্রতি আয়কর দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে স্পেশাল পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগের কথা জানিয়েছে। আপনি কি পাবলিক প্রসিকিউটর পদে আবেদন করতে চান? তাহলে আর দেরি কেনো? সুযোগ দিচ্ছে আয়কর দপ্তর। তবে এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে চাকুরী প্রার্থীদের। পুরুষ, মহিলা উভয়েই এই পদে আবেদনের যোগ্য। বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

নোটিশ নম্বর:- Pr. CCIT/MP/Tech/Special Public Prosecutors (SPPs)/2024-25

কবে নোটিশ প্রকাশ হয়েছে – ০৯/০৪/২০২৪।

শূন্যপদের নাম:- স্পেশাল পাবলিক প্রসিকিউটর (SPP)

শূন্যপদের সংখ্যা:- এক্ষেত্রে শূন্যপদ মাত্র ১টি।

প্রয়োজনীয় যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অ্যাডভোকেট হতে হবে। সেক্ষেত্রে নূন্যতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা বাঞ্ছনীয়।

নিয়োগ প্রক্রিয়া:- ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:- ভোপালের আয়কর দফতর।

কিভাবে আবেদন করবেন ?

1) অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে।
2) প্রথমে www.incometaxindia.gov.in ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্রটি ডাউনলোড করুন।
3) তারপর আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিন।
4) ভালো করে ওই আবেদনপত্র ফিলাপ করুন।
5)সব প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্রের ফটোকপি, দুই কপি কালার পাসপোর্ট সাইজ ছবি।
6) সব নথি আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করুন।

কোন ঠিকানায় আবেদন পত্র পাঠাবেন:-O/o the Pr. Chief Commissioner of Income
Tax, MP & CG, Bhopal

বি দ্রঃ- ১০/০৫/২০২৪ তারিখ বিকেল ৫ টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর