ঘুমিয়ে

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: ঘুমিয়ে পড়লো গেট ম্যান| অল্পের জন্য রক্ষা লেভেল ক্রসিঙে 

বৃহস্পতিবার হাওড়া- আমতা লাইনে বড়গাছিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিঙের গেট না ফেলেই ঘুমিয়ে পড়লো গেট ম্যান। রীতিমতো নাক ডেকে ঘুমানোর সময়ই ওই লাইনে এসে পরে ট্রেন। তবে গেট না পরায় ও সিগন্যালও লাল হয়ে যায়। অদূরেই থেমে যায় ট্রেন। আর এভাবেই এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।

সাতসকালে ফের খুন শহর কলকাতায়

বৃহস্পতিবার সকালে আমতা থেকে হাওড়াগামী লোকাল ট্রেনটি আমতা স্টেশন ছারে সকাল ৭ টা নাগাদ। বড়গাছিয়ার কাছে ট্রেনটি আসার পরে সিগন্যাল লাল হওয়ায় ট্রেনটি দাড়িয়ে যায়। অনেকক্ষণ সিগন্যাল না পেয়ে চালক ট্রেন থেকে নেমে গেট ম্যানের ঘরে যান। কিন্তু সেখানে গিয়েই চক্ষু ছানাবড়া। অনেকক্ষণ ডাকাডাকি করার পর ড্রাইভার দরজায় ধাক্কা দিলে দরজা খুলে বাইরে বেরোয় গেট ম্যান। এরপর গেট ফেলে সিগন্যাল সবুজ করলে ট্রেন চালু হয়। ওই গেট ম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দঃ পূর্ব রেল কর্তৃপক্ষ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর