ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের পাশে শুভেন্দু

রাজপথে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীদের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার চাকরি প্রার্থীদের মিছিলে পা মেলালেন শুভেন্দু।

‘বঞ্চনার ৩৯৯ তম দিন’ | রয়েছে সাসপেন্স

চাকরির দাবিতে ৪০০ দিন ধরে ধর্মতলার মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ করছেন রাজ্য গ্রুপ-ডি ওয়েটিং চাকরি প্রার্থীরা। ২৬ সেপ্টেম্বর অর্থাৎ ধর্ণার ৩৯৯ তম দিনে চাকরি প্রার্থীরা সাসপেন্স তৈরি করে বলেন, “আগামী কর্মসূচিতে একটা ধামাকা থাকবে। আগামীকালের জন্য সাসপেন্স রইলো”। আগামিকাল অর্থাৎ বুধবার বেলা ১ টায় সকল সাংবাদিক বন্ধুদেরও আমন্ত্রণ জানান তাঁরা। এরপরই জানা যায়, আগামিকাল অর্থাৎ বুধবার চাকরি প্রার্থীদের মিছিলে পা মেলাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি থাকবেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। হাইকোর্টের নির্দেশ মেনেই এই দিন থিয়েটার রোড থেকে মিছিল শুরু হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে এই মিছিল চলে হাজরা পর্যন্ত।

এদিন দুপুর আড়াইটে নাগাদ মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার সঙ্গে কৌস্তভ বাগচীর থাকা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কে থাকবেন কে থাকছেন না সেটা আমার বিষয় নয়। আমি মিছিলে এসেছি বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে, বিজেপি নেতা হিসাবে নয়। গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের সঙ্গে যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদে, চাকরি প্রার্থীদের পাশে থাকতেই আমি এসেছি”।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “পরীক্ষায় এরা পাশ করার পরেও এদের চাকরি না দিয়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে। এদের হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে লড়ে মিছিল করতে হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা। সরকার ও সরকারি দলের দ্বারা যাঁরাই অত্যাচারিত, তাঁদের সঙ্গে বিজেপির মনোনীত বিরোধী দলনেতা থাকবে”। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর