শহুরে

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: গ্রামের পুজোয় শহুরে ছোঁয়া 

পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামের অন্তর্গত উত্তর পাড়ার কালীপুজো অতি প্রাচীন। বর্তমানে বেত্রাগড় শীতলামাতা ক্লাব সেখানে ধুমধাম করে। আগে গ্রামের সকলে মিলে এই পুজো করতো। তবে এখন  মায়ের পুজোয় লেগেছে শহুরে ছোঁয়া। ধুমধাম করে পুজো উদ্বোধন করা হয়েছে। ৩ দিনব্যাপী থাকছে খুব বড় করে নানা অনুষ্ঠান।  বিরাট প্যান্ডেলের সাথে হয়েছে বাহারি লাইটের আয়োজন।

বক্রেশ্বরের প্রসিদ্ধ ঝুপকালী বা নদীপাড়ের কালীপুজোতে নেমেছে ভক্তের ঢল

চারিধার ছেয়ে গেছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে। পাড়ায় ঢুকলেই যেন মনে হচ্ছে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে। এই পুজোর উদ্বোধন করেছেন, স্থানীয় থানার ওসি ইন্সপেক্টর রাকেশ সিং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ও জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ বিশিষ্ট জনেরা।

সোমবার এই পুজোয় আসছেন বর্তমান বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা খরাজ মুখার্জী। তার পরে আসার কাথা আছে স্টার জলসা খ্যাত গায়ক শ্রীশান, জি টিভি খ্যাত গায়ক রাজদীপ ঘোষ সহ একাধিক গায়ক গায়িকা ও ড্যান্সার। গ্রামের সব মানুষের অংশগ্রহণে বেত্রাগড় গ্রামের পুজো জমজমাট হয়ে রয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর