ED-এর অভিযানে মিলল বিপুল তথ্যপ্রমাণ

দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে গ্রহ রত্ন পাচারের বিশাল কেলেঙ্কারি। তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই হাতে পেয়েছে হাজার কোটি টাকার তছরুপের পোক্ত প্রমাণ। সূত্রের খবর, দেশীয় ও বিদেশি মুদ্রা লেনদেনের আড়ালে এই চক্রটি বছরের পর বছর ধরে বিরল রত্ন পাচার চালিয়ে আসছিল। কলকাতা, জয়পুর, মুম্বই এবং দিল্লি— চার রাজ্যে একযোগে তল্লাশি চালিয়ে ED উদ্ধার করেছে বহু নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও রত্নের নমুনা।

Kolkata Flooded : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ, কলকাতার পরিকাঠামো নিয়ে প্রশ্ন

তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তি। বিদেশে রত্ন পাচার করে কালো টাকা সাদা করার অভিযোগও উঠেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ED। কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, এই রত্ন পাচার চক্রের আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করাই এখন তাদের মূল লক্ষ্য।

Kolkata : শিয়ালদহ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে ভারতীয় রেলের নতুন উদ্যোগ, নির্দিষ্ট রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম

দেশজুড়ে চাঞ্চল্য — গ্রহ রত্নের আড়ালে কি আরও বড় কোনো অর্থ কেলেঙ্কারি লুকিয়ে আছে?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর